কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

চীনের মহড়া হামলার প্রস্তুতি: তাইওয়ান

আকাশ ও জলপথে সামরিক মহড়ার মধ্য দিয়ে চীন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ।

স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বেইজিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করতে চাইছে বলে মনে করছে তাইপে।

‘তাইওয়ানে হামলার জন্য মহড়া ও সামরিক কৌশল সাজিয়েছে চীন। চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি এবং পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা’, বলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর গত বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করে চীন। সে মহড়া রোববার শেষ হওয়ার কথা ছিল, তবে সোমবারও তা অব্যাহত রাখে বেইজিং।

চীনের এ মহড়ায় উদ্বেগ বেড়েছে তাইওয়ানের কর্মকর্তাদের মধ্যে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তারই প্রতিফলন দেখা গেল।

জোসেফ উ বলেন, তাইওয়ানের জনগণের মনোবল ভেঙে দিতে বড় পরিসরে সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি সাইবার হামলা, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অর্থনৈতিক নিগ্রহ চালাচ্ছে চীন।

এদিকে টানা পাঁচ দিন চীনের সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মহড়া চালিয়েছে তাইওয়ানও।

পাঠকের মতামত: