কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চোখে মরিচের গুঁড়ো ছুড়ে ২ কুখ্যাত বন্দির পলায়ন

ইথিওপিয়ার কারাগার থেকে অভিনব উপায়ে পালিয়েছেন দেশটির কুখ্যাত বন্দি।
চোখে মরিচের গুঁড়ো ছুড়ে ২ কুখ্যাত বন্দির পলায়ন

১ মিনিটে পড়ুনইথিওপিয়ার পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার(১৩ জানুয়ারি) দেশটির দক্ষিণা-পশ্চিমাঞ্চলীয় শহর আলাবার একটি কারাগারে কারারক্ষীদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে চার বন্দি। পরে দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশের পুলিশের ডেপুটি কমান্ডার তাজু নেগাশ জানান, পালানোর চেষ্টা করার সময় চার বন্দির একজন নিহত হয়েছে। এছাড়া একজন আহত এবং দুজন পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহত বন্দির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার উপর গ্রেনেড নিক্ষেপের অভিযোগে মামলা রয়েছে। বন্দিরা শুকনো মরিচের গুঁড়া কোথায় থেকে সংগ্রহ করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরিচের গুঁড়োর ছুড়লেও পুলিশ সদস্যদের কোন ক্ষতি হয়নি। ইথিওপিয়ার রান্নায় শুকনো মরিচ ব্যাপক ব্যবহার করা হয়। মরিচ উৎপাদনে ইথিওপিয়ার আলাবা এলাকা বিখ্যাত।

পাঠকের মতামত: