কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালে: কক্সবাজারে সেনাপ্রধান

জলবায়ু উদ্বাস্তুদের আশ্রয়ণ প্রকল্পের কাজ ২০২৩ সালের জুনে পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, প্রকল্পের ১১৯টি ভবনের নির্মাণ কাজ চলছে। কাজ শেষ হলেই ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে।

কক্সবাজারে শনিবার বেলা ১২টার দিকে বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান। খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় তিনি পৌঁছালে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে প্রকল্পের সব কাজ শেষ হবে।

এ সময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সম্প্রসারণের কারণে শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ শ ৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোজার ঠাঁই পাবে ৩ হাজার ৮০৮ টি পরিবার।

প্রকল্পের ১৩৯ টি পাঁচতলা ভবনের মধ্যে ২০টি ভবনের কাজ শেষ হয়েছে। গত বছর এসব ভবনে ফ্ল্যাট বুঝে পেয়েছে ৬০০টি পরিবার। বাকি ১১৯টি ভবনের নির্মাণ কাজ চলছে।

পাঠকের মতামত: