কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ পূর্ণাঙ্গ সূচি

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এই আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয় বিষয়টা। আসছে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি মূলপর্বে।

বিশ্বকাপের গ্রুপ-১ গড়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে। আর গ্রুপ-২ থেকে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি :

প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলংকা, নামিবিয়া, কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দুটি দল

গ্রুপ ‘বি’ : ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, কোয়ালিফাইং রাউন্ড খেলে আসা দুটি দল

 

সুপার টুয়েলভ

গ্রুপ-১ : অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ-১, গ্রুপ বি-২

গ্রুপ-২ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ বি-১, গ্রুপ এ-২

 

প্রথম রাউন্ডের সূচি

১৬ অক্টোবর : শ্রীলংকা-নামিবিয়া, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

১৬ অক্টোবর : কোয়ালিফায়ার ২-কোয়ালিফায়ার ৩, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

১৭ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, বেলেরিভ ওভাল, হোবার্ট

১৭ অক্টোবর : কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ৪, বেলেরিভ ওভাল, হোবার্ট

১৮ অক্টোবর : নামিবিয়া-কোয়ালিফায়ার ৩, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

১৮ অক্টোবর : শ্রীলংকা-কোয়ালিফায়ার ২, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

১৯ অক্টোবর : স্কটল্যান্ড-কোয়ালিফায়ার ৪ বেলেরিভ ওভাল, হোবার্ট

১৯ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ১, বেলেরিভ ওভাল, হোবার্ট

২০ অক্টোবর : শ্রীলংকা-কোয়ালিফায়ার ৩, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

২০ অক্টোবর : নামিবিয়া-কোয়ালিফায়ার ২, কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং

২১ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ৪, বেলেরিভ ওভাল, হোবার্ট

২১ অক্টোবর : স্কটল্যান্ড-কোয়ালিফায়ার ১, বেলেরিভ ওভাল, হোবার্ট

 

সুপার টুয়েলভের সূচি

২২ অক্টোবর : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

২২ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, পার্থ স্টেডিয়াম

২৩ অক্টোবর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার আপ, বেলেরিভ ওভাল

২৩ অক্টোবর : ভারত-পাকিস্তান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২৪ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার আপ, বেলেরিভ ওভাল

২৪ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, বেলেরিভ ওভাল

২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, পার্থ স্টেডিয়াম

২৬ অক্টোবর : ইংল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার আপ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২৬ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২৭ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

২৭ অক্টোবর : ভারত-গ্রুপ ‘এ’ রানার আপ, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

২৭ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, পার্থ স্টেডিয়াম

২৮ অক্টোবর : আফগানিস্তান-গ্রুপ ‘বি’ রানার আপ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২৮ অক্টোবর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

২৯ অক্টোবর : নিউজিল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

৩০ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ বি চ্যাম্পিয়ন, দ্য গাব্বা

৩০ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘এ’ রানার আপ, পার্থ স্টেডিয়াম

৩০ অক্টোবর : ভারত-দক্ষিণ আফ্রিকা, পার্থ স্টেডিয়াম

৩১ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার আপ, দ্য গ্যাবা

১ নভেম্বর : আফগানিস্তান-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, দ্য গাব্বা

১ নভেম্বর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, দ্য গাব্বা

২ নভেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার আপ, অ্যাডিলেড ওভাল

২ নভেম্বর : ভারত-বাংলাদেশ, অ্যাডিলেড ওভাল

৩ নভেম্বর : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

৪ নভেম্বর : নিউজিল্যান্ড-গ্রুপ বি রানার আপ, অ্যাডিলেড ওভাল

৪ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, অ্যাডিলেড ওভাল

৫ নভেম্বর : ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

৬ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ ‘এ’ রানার আপ, অ্যাডিলেড ওভাল

৬ নভেম্বর : পাকিস্তান-বাংলাদেশ, অ্যাডিলেড ওভাল

৬ নভেম্বর : ভারত-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

৯ নভেম্বর : সেমিফাইনাল-১, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

১০ নভেম্বর : সেমিফাইনাল-২, অ্যাডিলেড ওভাল

১৩ নভেম্বর : ফাইনাল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

পাঠকের মতামত: