কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

টেকনাফে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রাম-দা উদ্ধার করা হয়। আজ ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং ২২ ক্যাম্পে ব্লক-ডি/৪,ঘর-১৪৮ বাসিন্দা আলী জোহারের ছেলে আব্দুল্লাহ (২০) ও একই ক্যাম্পের ব্লক-বি/৬, ঘর১২২২ বাসিন্দা ইউসুফের ছেলে মো. ইয়াকুব (২৩)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং২২ক্যাম্পের ডি/৪-ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দুটি রাম-দা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত: