কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

‘তালেবানের অসলো সফর আফগান শাসকদের স্বীকৃতি বোঝায় না’

তালেবান তাদের প্রতিনিধি দলের সাম্প্রতিক নরওয়ে সফরকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু এটি কোনোভাবেই আফগানিস্তানে তাদের শাসনের স্বীকৃতি বোঝায় না। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড এসব মন্তব্য করেছেন।

অ্যানিকেন বলেন, ‘ঝুঁকি রয়েছে যে তালেবানরা প্রোপাগান্ডার উদ্দেশ্যে এই সফরকে ব্যবহার করার চেষ্টা করবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় একমত যে আফগানিস্তানে অন্তর্বর্তী তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এটি খুব তাড়াতাড়ি।’

নরওয়ের এই মন্ত্রী বলেন, তালেবানদের অবশ্যই আফগানিস্তানে মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি দেখাতে হবে। যার মধ্যে মেয়ে ও নারীদের সমান শর্তে শিক্ষা ও কাজের অধিকার রয়েছে।

আফগানিস্তান যেন আবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত না হয় এর জন্য তালেবানকে ব্যাপক পদক্ষেপ নিতে বলেছেন এই নরওয়ে মন্ত্রী।

গত মাসে নরওয়ের অসলোতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফগান তালেবানের সদস্যরা। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো ইউরোপে আলোচনা করে তালেবান।

পাঠকের মতামত: