কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

তৃতীয় ধাপে উখিয়ায় মুজিববর্ষের ঘর পাচ্ছে ২৪৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক::
তৃতীয় বারের মতো কক্সবাজারের উখিয়া উপজেলা পাঁচ ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে ২৪৫ টি ঘর৷
মুজিববর্ষ উপলক্ষে উখিয়ার গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণাধীন ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
গত শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে নির্মাণাধীন মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি ও গুণগত মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এদিকে, উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ দফায় মুজিববর্ষের ঘর পাবে ২৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। নির্মাণ কাজ শেষে সর্বশেষ তথ্য জানানো যাবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
জেলা প্রশাসকের মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: