কক্সবাজার, শুক্রবার, ১০ মে ২০২৪

দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

২-০ গোলে এগিয়েই বিরতিতে গেল আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল।

এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

ফিনালিসিমায় ইতালির বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে একাদশে কে থাকবেন তাও ঠিক করে ফেলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে সেই তালিকা থেকে বাদ দিতে হলো মার্কোস আকুনইয়ার নাম।

লেফটব্যাক পজিশনে আস্থা অর্জন করা মার্কোস যথেষ্ট ফিট নন, এমন খবরই দিয়েছিল আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ফলে তাকে নিয়ে স্ক্যালোনি কোনো ঝুঁকি নেননি।

অনুশীলনে থাকলেও সেভিয়ার এই ডিফেন্ডারের মাংসপেশির অস্বস্তির কারণেই আজ রাতের ম্যাচে মাঠে নামলেন না।

তার বদলে ম্যাচে খেলছেন আয়াক্স ডিফেন্ডার নিকলাস টালিয়াফিকো। বিষয়টা নিশ্চিত করেন কোচ স্ক্যালোনি।

ফিনালিসিমায় আর্জেন্টিনা ইতোমধ্যে মাঠে নেমেছে।

এদিকে ইতালির একাদশে একটি চমক আছে। বেশি কিছুদিনে দারুণ ছন্দে থাকা নিকোলো জানিয়োলোকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে আজ্জুরিরা।

আর্জেন্টিনা একাদশ: 
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো;রদ্রিগো ডি পল, গিদো রদ্রিগেজ, জিওভানি লো চেলসো; লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া।

ইতালি একাদশ:
জিয়ানলুইজি ডনারুমা; জিওভানি ডি লরেঞ্জো , জর্জিও কিয়েল্লিনি , লিওনার্দো বনুচ্চি , এমারসন পালমিরি;
মাত্তেও পেসিনা, জরজিনিও, নিকোলো বারেলা; ফেদেরিকো বার্নার্দেস্কি, আন্দ্রেয়া বেলোত্তি, গিয়াকোমো রাসপাডোরি।

পাঠকের মতামত: