কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দৈনিক গণসংযোগ পত্রিকার প্রতিনিধি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার জেলা থেকে প্রকাশিত গণমানুষের দৈনিক গণসংযোগ পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় হোটেল শৈবালের হল রুমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়৷

এসময় ২০২২ সালের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা এবং চকরিয়া প্রতিনিধি সগর। পরে তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷

দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী-সম্পাদক শহিদুল করিম শহিদের সভাপতিত্বে জাহেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুর রহিম শাহীন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট সাদেক রহমান, সহ-সম্পাদক কফিল মাহমুদ, সহ-সম্পাদক এরশাদুজ্জামান সুমন,
বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য হাবিবুর রহমান, মোহাম্মদ ইউসুফ, আবদুল কাইয়ুম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুর রহিম শাহিন বলেন, দৈনিক গণসংযোগ পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। গণসংযোগ পত্রিকা একটি বহুল প্রচলিত ও পাঠক নন্দিত পত্রিকা। কাগজের পাশাপাশি অনলাইনেও পত্রিকাটি প্রকাশিত হবে৷ সেই সাথে সুষ্ঠ সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক হিসেবে এ পত্রিকা সাহসী ও কার্যকরী ভূমিকা রাখছে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, পত্রিকার প্রচার এবং প্রসার বাড়াতে বিভিন্ন ধরণের অসংগতি, দূর্নীতি, সামাজিক অবক্ষয়, সফলতা নিয়ে নিউজ করতে হবে। তাহলে মানুষ সাংবদিক চিনবে এবং পত্রিকার প্রচার বৃদ্ধি পাবে। শুধু একমূখী নিউজ মানুষ আর চাইনা, সকল শ্রেণীর পাঠকের জন্য নানা মূখী নিউজ ফিউচার তৈরী করতে হবে।
সাংবাদিকতা একটি সাহসী পেশা হামলা মামলার ভয় করলে সাংবাদিকতায় সফলতা পাওয়া যাবেনা। সৎ এবং নিষ্ঠাবান থেকে পেশাদারিত্ব বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পত্রিকা তার পাশে থাকবে বলেও তিনি জানান।

প্রতিনিধি সভায় পত্রিকার মানোন্নয়নে প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় প্রশিক্ষনের ব্যবস্থা করা, বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের বাৎসরিক মূল্যায়ন ও সম্মাননা প্রদান সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

মফস্বলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, চকরিয়া বিশেষ প্রতিবেদক জহিরুল আলম সাগর, ঈদগাঁ প্রতিনিধি, মহেশখালী প্রতিনিধি, পেকুয়া প্রতিনিধি, রামু প্রতিনিধি, টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার সদর প্রতিনিধি, উপজেলা ভ্রাম্যমান প্রতিনিধি শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

পাঠকের মতামত: