কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাছে মিয়ানমারের গুলি ও বোমা নিক্ষেপ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টার থেকে মুহুর্মুহু গুলি ও বোমা নিক্ষেপ করছে মিয়ানমারের সেনারা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৩নং পিলার থেকে কিছু দূরে দফায় দফায় বোমা নিক্ষেপ করার পাশাপাশি তাদের ক্যাম্প থেকে গুলি করা হচ্ছে পাহাড়ের দিকে।

তুমব্রু এলাকায় আকাশ থেকে বোমা ও স্থলভাগ থেকে গুলির শব্দ ভেসে আসছে। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, শনিবার সকালে সবচেয়ে বেশি গোলগুলির শব্দ ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপের ঘটনা দেখছেন তারা। তবে যথারীতি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এই ঘটনায় ওই এলাকায় বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা ঘর থেকে বের হচ্ছেন না। কেউ আবার নিরাপদ দূরত্বে অবস্থান করছে। একাত্তর টিভি

পাঠকের মতামত: