কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নোয়াখালীর ভাসানচরে ঠাঁই হলো নারী-শিশুসহ ২৯ রোহিঙ্গার

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে। এর মধ্য দিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি নৌকায় ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনী উদ্ধার করে। এরপর তাদের শনিবার দিবাগত রাতে ভাসানচরে নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তারা সেখানে থাকবেন।

আলমগীর হোসেন আরও জানান, তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

এদিকে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাস্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

পাঠকের মতামত: