কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পুকুরে অজু করলে শুদ্ধ হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৬৬৩ তম পর্বে ইমেইলের মাধ্যমে আরাফাত নামের একজন জানতে চেয়েছেন, পুকুরের পানিতে অজু করলে শুদ্ধ হবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : আমরা যখন পুকুরের পানিতে অজু করি, সেখানে অনেকেই অনেক কাজ করেন। আবার অজুর পানি পুকুরে গিয়ে পড়ে। এই পানিতে অজু করলে কি শুদ্ধ হবে?

উত্তর : পুকুরের পানি যদি এমন হয় যে, এটা অনেক বড় পুকুর। যার পানির পরিমাণ রাসুল (স.)-এর দেওয়া পরিমাণের সমান হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে অনেকে গোসল করলে বা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আপনার অজু হয়ে যাবে। এ ক্ষেত্রে ব্যবহার করা পানিগুলো ফের পুকুরে পড়লে সেগুলো পবিত্র হয়ে যায়। অধিক পানিকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না। কোনো নাপাকি পড়লেও সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত পানির রং ও গন্ধে পরিবর্তন না আসে, ততক্ষণ সমস্যা নেই, অজু হয়ে যাবে।

পাঠকের মতামত: