কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

পুতিনের দাবি অনুযায়ী রুশ মূদ্রায় গ্যাসের দাম দেবে হাঙ্গেরি

ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার তেল ও গ্যাসের ওপর দেয়া নিষেধাজ্ঞায় সম্মত নয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি অনুযায়ী গ্যাসের দাম রুশ মূদ্রা রুবলে দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলার পর সংবাদ সম্মেলনে এসব জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

অরবান জানান, হাঙ্গেরির স্বার্থে যা করার দরকার তিনি তা ই করছেন।

ভিক্টর অরবান আরও জানিয়েছেন, তিনি পুতিনকে যুদ্ধবিরতির চুক্তি করতে অনুরোধ জানিয়েছেন। পুতিন চাইলে হাঙ্গেরি শান্তি আলোচনার ব্যবস্থা করার প্রস্তাবও রাখেন অরবান। যেই আলোচনায় উপস্থিত থাকবেন পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট, জার্মানি চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট। শর্ত সাপেক্ষে পুতিন শান্তি আলোচনায় বসতে রাজি আছেন বলে জানান অরবান। তবে শর্তের বিষয়ে কিছু জানাননি প্রেসিডেন্ট অরবান।

পাঠকের মতামত: