কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ থেকে কোচ-ক্রিকেটার নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ক্রিকেট উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে জাতীয় দল গঠন করেছে যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশ থেকেও কোচ ও ক্রিকেটার নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
এ বিষয়ে ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক জানিয়েছেন, কোচ ও ক্রিকেটারের পাশাপাশি বাংলাদেশ থেকে কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বয়সভিত্তিক দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও আলোচনা করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিসিবি কর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তারেক। এর পরই সংবাদমাধ্যমকে এসব কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত তারেক জানান, ‘প্রাথমিক লক্ষ্য ১৯ থেকে ২৬ বছর বয়সী ক্রিকেটারদের নেওয়া। আর নেওয়ার পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে আরও ৩০ মাস সময় লাগবে।’

পাঠকের মতামত: