কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পা

 যুবকের পাবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ হয়েছে। এতে মো. বেলাল উদ্দিন (২২) নামে এক যুবকের পা উড়ে গেছে। বেলাল উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীপাড়ার আবুল হোসেনের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সামসুল আলম ও কচ্ছপিয়ার ইউপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোরে ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ওই যুবক ইয়াবা আনতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর সংঘর্ষের জের ধরে সীমান্তের বিস্তীর্ণ এলাকায় উভয়পক্ষ অসংখ্য স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে। এসব স্থানে বিস্ফোরণে সীমান্তে বহু হতাহতের ঘটনা ঘটছে।

পাঠকের মতামত: