কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বোয়ালখালীতে ১৬শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে এক হাজার ছয়শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে দুই রোহিঙ্গা সৈয়দ আলম ও নুর আলম ইয়াবার চালান নিয়ে রুট পাল্টিয়ে কালুরঘাট সেতু দিয়ে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। গোমদণ্ডী এলাকায় তাদের শরীর তল্লাশি করে এক হাজার ছয়শ পিস ইয়াবা পাওয়া যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সৈয়দ আলমের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় আগেও মাদক আইনে মামলা রয়েছে। তাদের রোববার সকালে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত: