কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বৌ-ভাত অনুষ্ঠানে বরকে জরিমানা

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি নির্দেশনা ‘লকডাউন’ অমান্য করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক লাখাই উপজেলার করাব গ্রামে এ অভিযান পরিচালনা করেন। তবে বর অথবা কনের পরিচয় প্রকাশ করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করাব গ্রামের এক যুবক কয়েকদিন আগে বিয়ে করেন। শুক্রবার বর ও কনের উপস্থিতিতে বরের বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা (বৌ-ভাত) অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করেন ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক জানিয়েছেন।

পাঠকের মতামত: