কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ভারতের তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট ১১ জনের মৃত্যু

ভারতের তামিলনাডুতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালে রাজ্যটির থাঞ্জাবুর জেলার কালিমেদুর আপ্পার মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কালিমেদুর আপ্পার মন্দিরের যে রথে লোকজন দাঁড়িয়ে ছিলেন তা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে ঘটনাটি ঘটে। মন্দিরের রথটি বাঁক নেয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে।

তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত: