কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ভারতে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ, নিহত ২

ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণে অন্তত ২ জনের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণস্থল থেকে তাড়াহুড়ো করে লোকজন বেরিয়ে আসার মুখে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। যাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আজ বৃহস্পতিকার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে বাথরুমের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লুধিয়ানা জেলা আদালতের চার তলায়।বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বম্ব স্কোয়াড পৌঁছে যায় ঘটনাস্থলে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পাঠকের মতামত: