কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ভাসানচর থেকে সন্দ্বীপে পালিয়ে জনতার হাতে ১৪ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে সন্দ্বীপে পালিয়ে আসার সময় ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (৩০ মে) ভোরে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার ১ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন আয়াতুল করিম (৩০), আশ্রাফ উল্লা (৮), নজিম উল্ল্যাহ (৭), ইয়াসমিন আরা (২৯), সালেখা বেগম (১৪), তাছলিমা (১৬), উম্মে (১৭), মুশফিকা (১৬), মো. সাফায়েত (১৬), অলি উল্লা (১২), মো. আনস (১০), রোজিনা (১৫), শুকতারা (১৫) ও মো. ইমতিয়াজ (১৮)।

জানা গেছে, আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে শনিবার সন্ধ্যায় ভাষাণচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকা দিয়ে সন্দ্বীপ উপকূলে আসে। তারা সন্দ্বীপ হয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাষাণচর থেকে পালিয়ে যায়। আটক রোহিঙ্গাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গ্রাম পুলিশের হেফাজতে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মদ খান বলেন, মাইটভাঙ্গা ইউনিয়নের নদীর কূল থেকে আটক রোহিঙ্গাদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: