কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মর্টার শেল: মিয়ানমারকে সতর্ক করবে বাংলাদেশ

মিয়ানমারের ছোড়া মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসে পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। একইসঙ্গে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য প্রতিবেশী দেশটিকে সতর্ক করে দেয়া হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাব। একইসঙ্গে সতর্ক করে দেয়া হবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

‘মর্টার শেল এসে পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটাও আমরা খতিয়ে দেখব।’

রোববার দুপুরের পর পর বান্দরবানের তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

পররাষ্ট্রসচিব বলেন, এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল এসে পড়ে। তখনও প্রতিবাদ জানানো হয়।

সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। রোববার সকাল থেকে দু’পক্ষে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে সীমান্তের বাংলাদেশ অংশে মর্টার শেল এসে পড়ার ঘটনা ঘটে।

পাঠকের মতামত: