কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মাঝ সাগরে আগুন লাগা সেই জাহাজ আনা হচ্ছে চট্টগ্রামে

আগুন লাগার ১০ ঘণ্টা পর মাঝ সাগর থেকেই চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে জাহাজ বে ওয়ান ক্রুজ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগ বোটের মাধ্যমে এটি পতেঙ্গায় নিয়ে আসা হচ্ছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টাগবোট ‘কাণ্ডারী ১০’ ক্রুজ শিপটিকে নিয়ে যাত্রা শুরু করে। জাহাজের একটি ইঞ্জিন সচল রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বে ওয়ান পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে পৌঁছাবে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ইঞ্জিনরুমে আগুন লাগার পর থেকে এটি বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়ার মাঝামাঝি এলাকাতেই নোঙর করা ছিল।

বে ওয়ানের চট্টগ্রাম অফিসের প্রকৌশলী মইন উদ্দিন জানান, সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। জাহাজে প্রশিক্ষিত লোকজন ও অগ্নিনির্বাপণব্যবস্থা থাকায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মইন উদ্দিন আরও জানান, এমভি বে ওয়ান চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে সপ্তাহে ৩ দিন চলাচল করে। প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় সেন্ট মার্টিনের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে এটি ৮০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।

পাঠকের মতামত: