কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন৷
সোমবার (১৬ আগস্ট) রাজা সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

দেশটির বিজ্ঞান মন্ত্রী খয়েরি জামালউদ্দিন ইনস্টগ্রামে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান প্রধানমন্ত্রী। সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকার রেকর্ড হলো তার। তবে মুহিউদ্দিন ইয়াসিনের পদত‌্যাগের পর পরবর্তী সরকার কে বা কীভাবে গঠন হবে তা স্পষ্ট নয়।

২০২০ সালে প্রধানমন্ত্রীর পদে বসেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপে ছিলেন তিনি।

সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইনপ্রণেতা মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর।

এছাড়া, মহামারি করোনা মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ ছিল মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।

পাঠকের মতামত: