কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মিশরে যাত্রীবাহী ২ ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত

মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ৮৪ জন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল তাহতা জেলায় তাৎক্ষণিকভাবে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এরইমধ্যে মৃত ও আহতদের চারটি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর সিএনএনের

দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ট্রেন দুটির বগি লাইনচ্যুত হয়ে গেছে। চাকা খুলে পড়েছে। এমনকি ধ্বংসস্তূপের মতোও পড়ে রয়েছে অনেক যন্ত্রাংশ। চারদিকে প্রচুর লোক সমাগম।

মিশরের রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জরুরি ব্রেক টানার পরে এ সংঘর্ষ ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪২ মিনিটে আসওয়ান থেকে কায়রোগামী একটি ট্রেন লাক্সার থেকে আলেকজান্দ্রিয়াগামী আরেক ট্রেনের পেছন দিকে ধাক্কা দেয়। জরুরি ব্রেক সক্রিয় হওয়ার পর রেললাইনে ট্রেন আটকে গেলেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেছেন, কোনো ত্রুটি বা অবহেলা সহ্য করা হবে না। এ দুর্ঘটনার জন্য দোষী ব্যক্তিকে দায়বদ্ধ করা হবে।

পাঠকের মতামত: