কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

মোংলা বন্দরে মেট্রোরেলের একাদশ চালান

মেট্রোরেলের একাদশ চালান নিয়ে জাপান থেকে একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ে জাহাজ এমভি হোসি ক্রাউন।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এছাড়া দুপুরে জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়।

তিনি আরো বলেন, এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ এবং ৩৪টি ইঞ্জিনসহ বিভিন্ন মেশিনারি পণ্য এসেছে।

এছাড়া পণ্য খালাস শেষে মঙ্গলবার জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

পাঠকের মতামত: