কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রামুতে এসিল্যান্ড, স্বাস্থ্য পরিদর্শক, ল্যাব টেকনোলজিষ্টসহ ৪ জনের করোনা পজেটিভ

আবুল কাশেম সাগর, রামু::

রামুতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন সহ ৪ জনের করোনা পজেটিভ হয়েছে। অপর ৩ জন হলেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলম, ল্যাব টেকনোলজিস্ট শাহীন শবনম ও জোয়ারিয়ানালা ইউনিয়নের মইশকুম পাড়ার বাসিন্দা সেলিম।

বৃহষ্পতিবার (১১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।

এরমধ্যে কক্সবাজার সদরের ৪১ জন, রামু উপজেলায় ৪ জন, উখিয়ায় ১০ জন, টেকনায়ে ৫ জন, চকরিয়ায় ২ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৫ জন, সাতকানিয়া উপজেলার ১ জন এবং বান্দরবান জেলার ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। বৃহষ্পতিবার রাতে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান এখন থেকে রামুতে করোনার নমুনা সংগ্রহের পর হতে রির্পোট না আসা পর্ষন্ত এসব নমুনা দাতাদের বসতবাড়ি লকডাউন করা হবে।

পাঠকের মতামত: