কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রামুতে বজ্রপাতে মারা গেছে গরু

 

কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম মনিরঝিল দরগাহ পাড়া এলাকায় বজ্রপাতে গরু, ছাগল ও মুরগী মারা গেছে। বুধবার এই এলাকার নূর আহমদ নামে এক কৃষকের বাড়িতে এই ঘটনা ঘটে।

বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নুর আহমদ জানান, হঠাৎ আচমকা বজ্রপাতে তার তিনটা গাভি, ২০ দিন বয়সের ১টি ছাগল ছানা ও ১ টি মুরগি একইসাথে মারা যায়। গাভি তিনটির পেটে বাঁচুর থাকার কথাও জানান এই কৃষক।

তিনি আরও বলেন, মারা যাওয়া গরু,ছাগল ও মুরগীর দাম আনুমানিক মূল্য ২ লাখ টাকার বেশি। একমাত্র সম্ভল হারিয়ে পথে বসার উপক্রম।

এদিকে একই এলাকার কাশিমোহন বড়ুয়া জানান, ইদানিং বজ্রপাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত বছরও একই এলাকায় বজ্রপাতে নারকেল গাছ ও বসত বাড়ির বৈদ্যুতিক মিটার পুঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রাজারকুলের মেম্বার স্বপন বড়ুয়া বলেন, বজ্রপাতে যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এক্ষেত্রে তাল গাছ রোপনের গুরুত্বের কথা জানান এই মেম্বার।

পাঠকের মতামত: