কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: ২ শিশু আহত, আটক ১

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে মো. জমির (১৫) ও নজিমুল্লাহ (১৪) নামে দুই রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটে।

আহত মো. জমির মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের সাব্বির আহমেদের ছেলে এবং নজিমুল্লাহ একই ক্যাম্পের জলিলের ছেলে।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক বলেন, গুলির শব্দ পেয়ে লম্বাশিয়া ক্যাম্প পুলিশ ঘটনা স্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় গুলিতে আহত দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কত্যবরত ডাক্তার তাদের কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ঘটনায় জড়িত হিসেবে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসী আবুল হাসেমের ভাইকে আটক করা হয়েছে। ঘটনার কারন অনুসন্ধানে কাজ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত: