কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

শীতে ত্বকের সব সমস্যার সমাধান এই এক উপাদানে!

 

শীতকালে ত্বকের জেল্লা বজায় রাখতে বা ফিরিয়ে আনতে একটাই উপাদান যথেষ্ট। বাড়িতে টবের মধ্যে অ্যালোভেরা গাছ লাগান আর চমত্‍কার দেখুন। তবে সকলের কিন্তু অ্যালোভেরা চামড়ার সঙ্গে ঠিক খাপ খায় না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যাদের দেশি অ্যালোভেরাতে সমস্যা হয়, তারা অবশ্যই বাইরের কোনও ব্র্যান্ডেড কোম্পানির অ্যালোভেরা কিনে লাগাতে পারেন।

অথবা গাছ থেকে সহজে পাতা কেটে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখুন। এরপর দেখবেন হলুদ রঙের বিষাক্ত পদার্থ অ্যালোভেরা পাতা থেকে বেরিয়ে এসেছে। তখন বুঝতে পারবেন যে আপনি শুদ্ধ অ্যালোভেরা জেল এই পাতা থেকে পেতে পারেন। হুপহাপের একটি প্রতিবেদন থেকে শীতকালে অ্যালোভেরা ব্যবহারের কিছু নির্দিষ্ট উপায়ের বিবরণ এখানে তুলে ধরা হল-

১) এরপর একটি বাটির মধ্যে জল গরম করতে হবে। জল বেশ ফুটতে থাকলে আরেকটি ছোট বাটির মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে ডবল বয়লার পদ্ধতিতে এই জলের উপরে বসিয়ে অ্যালোভেরা জেলকে ভাল করে গরম করে নিতে হবে। এর মধ্যে এক চামচ নারকেল তেল, ১ চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি রাতে শুতে যাবার সময় মুখে ভাল করে ম্যাসাজ করে শুতে যাবেন।

২) এক চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে এক চামচ কফি পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে অসাধারণ একটি প্যাক তৈরি করে অন্তত স্নানে যাওয়ার ১৫ মিনিট আগে মুখে ভালো করে লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ত্বকের মধ্যে থাকা কালো দাগ দূর করে দেবে।

৩) দু’চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ভেসলিন ভালো করে মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এটি আপনি শুতে যাওয়ার সময় মুখের ওপরে ঠোঁটের ওপরে কিংবা যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে তারা গোড়ালিতে সমানভাবে লাগিয়ে শুতে পারেন।

৪) এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ভিটামিন ই ক্যাপসুল, এক চামচ বিটের রস ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। রোজ রাতে শুতে যাওয়ার সময় ঠোঁট ভাল করে পরিষ্কার করে নিয়ে এক চিমটি নুন এবং এক চামচ নারকেল তেল নিয়ে ঠোঁটের ওপরে ভাল করে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করার পর এই মিশ্রণটি ঠোঁটের ওপরে লাগিয়ে নেবেন।

৫) এক চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে এক চামচ কাঁচা দুধ, এক চামচ বেসন এবং এক চামচ মধু মিশিয়ে নিয়ে মুখের ফেসপ্যাক হিসেবে সপ্তাহে অন্তত ৩ দিন লাগাতে পারেন, দেখবেন ত্বক সুন্দর ও মসৃন হয়ে গেছে।

পাঠকের মতামত: