কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

শুক্রবার কক্সবাজারে ৪৫ জনের করোনা ‘পজেটিভ’

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

শুক্রবার ৯ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৫৯ জনের নমুনা টেস্ট করে ৪৫ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪১৪ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার শনাক্ত হওয়া ৪৫ জন করোনা রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, রোহিঙ্গা শরনার্থী ৬ জন। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ৪ জন রোগী রয়েছে।

এনিয়ে, শুক্রবার ৯ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৭ হাজার ২৯ জন। মোট আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রোগী ৩ হাজার ৪৪৫ জন। যা মোট করোনা রোগীর প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৮ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.২৭%।

এদিকে, গত ৮ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৬১ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬’৭৮%। আক্রান্তদের মধ্যে গত ৮ এপ্রিল পর্যন্ত হোম আইসোলেসনে রয়েছেন ৬০৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ১৩৭ জন।

তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৪৮ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ২ জন, ফ্রেন্ডশিপ SARI হাসপাতালে রয়েছেন ১৫ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৬৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ৬ জন।

পাঠকের মতামত: