কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পেনাল্টি মিসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশকে ১-১ গোলে রুখে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নেপালের মেয়েরা।

৯০ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জয়নব বিবি পেনাল্টি শট তুলে দেন গোলরক্ষকের হাতে।

 

শুক্রবার সেটাই হয়েছে। ১৪ মিনিটে গোল খেয়ে দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে হারটাই এড়িয়েছে বাংলাদেশ। ড্র করলে চ্যাম্পিয়ন-নেপাল সেই সমীকরণ মিলিয়ে ঢাকা থেকে ট্রফি জিতে ফিরছে কাঠমান্ডুতে।

 

শুরুর দিকেই নেপাল এগিয়ে যায়। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে সুশিলারর আচমকা শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়ায় জালে। বাংলাদেশ ম্যাচে ফিরেছিলো দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে। জয়নব বিবির কর্নার থেকে রুমা আক্তারের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেছেন নেপালি ডিফেন্ডার সিমরান রানী।

ম্যাচ জেতার সহজ সুযোগ বাংলাদেশ হারায় ৯০ মিনিটে। নেপালের বিপানা সেনির হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি পেয়েই হাস্যকরভাবে বাংলাদেশের মেয়েরা উল্লাস করতে থাকে। পেনাল্টি শট নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন জয়নব বিবি। স্নায়ুচাপে ভুগে জয়নব বলটি তুলে দেন নেপালের গোলরক্ষকের হাতে। শিরোপা উদ্ধারের সহজ সুযোগ মিস করে বাংলাদেশের মেয়েরা।

পাঠকের মতামত: