কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরে তলিয়ে গেছে ৩শ’ বিঘা জমি

ফসল রক্ষা বাঁধ ভেঙে এখনও পানি ঢুকছে সুনামগঞ্জের তাহিরপুরে। এখন পর্যন্ত গলগলিয়া ও পানার হাওরের প্রায়  ৩০৯ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের ২৭ নং পিআইসি ফসল রক্ষা বাঁধ ভেঙে বর্ধিত গুরমা হাওরে পানি ঢুকেছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ বাঁধ ভেঙে যায় বলে স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে একই দিন সকাল ৮টায় ওয়াচ টাওয়ার-সংলগ্ন বাঁধের ওপর দিয়েও গুরমা হাওরে পানি প্রবেশ শুরু করে।

পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকে ওয়াচ টাওয়ার-সংলগ্ন উঁচু রাস্তা দিয়ে বর্ধিত গুরমা হাওরে পানি ঢোকা শুরু হয়। এরপর বিকেল ৪টার সময় নদীর পানি বৃদ্ধির ফলে ২৭ নং ফসল রক্ষা বাঁধের মূল অংশ গাছসহ ভেঙে যায়। তাহিরপুর উপজেলার গুরমার হাওরে পানি প্রবেশ করায় অন্যান্য সবগুলো হাওর এখন ঝুঁকিতে রয়েছে।

এদিকে, কৃষকরা কিছু ধান কেটে ফেলায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। দুইটি হাওরেই ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছিল।

পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলার উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান সেলিম বলেন, গুরমার হাওরের ২৭ নং বাঁধটি কেনো ভেঙে গেছে এবং প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বাঁধের কাজে গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

পাঠকের মতামত: