কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

সুরে ছন্দে জাতির পিতাকে স্মরণ: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ অনুষ্ঠান সম্পন্ন

শাহেদ হোছাইন মুবিন:

আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো!’ -শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ শিরোনামে অনুষ্ঠানমালা আয়োজিত হয়।

শুক্রবার সন্ধ্যায় পাবলিক লাইব্ররীর শহীদ দৌলত ময়দানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী,কক্সবাজার জেলা সংসদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় গানের সুরে – কবিতার ছন্দে জাতির পিতাকে স্মরণ করা হয়।

এসময় বক্তারা বলেন ‘১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বের জন্যই মুক্তিকামী বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই সম্ভব হতো না। অতএব বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি মানিক বৈরাগী, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ,সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ সহ কক্সবাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে শিল্পীদের গান, আবৃত্তি ও কথামালা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

পাঠকের মতামত: