কক্সবাজার, শুক্রবার, ১৭ মে ২০২৪

সু চির দলের ২ কর্মীর মৃত্যুদণ্ডের আদেশ

দক্ষিণ–পূর্ব এশিয়ার এই দেশে গত বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক সরকার ক্ষমতায় আসে। স্থানীয় পর্যবেক্ষক একটি দলের হিসাবে, এরপর দেশজুড়ে সামরিক সরকারবিরোধী চলা বিক্ষোভে এক হাজার চার শতাধিক মানুষ নিহত হয়েছে।
জান্তা সরকার ক্ষমতায় আসার পর সু চির দলসহ বিভিন্ন গণতন্ত্রকামী দলের নেতা–কর্মীরা আত্মগোপনে চলে যান। দেশজুড়ে শুরু হয় ব্যাপক ধরপাকড়।
গতকাল ফিওয়ের সঙ্গে কিয়াউ মিন ইউ নামের আরেক কর্মীর মৃত্যুদণ্ডের কথা জানায় সামরিক সরকার। তিনি মিয়ানমারে ১৯৮৮ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন। তিনিও গত অক্টোবরের এক রাতে জান্তা বাহিনীর হাতে আটক হন।
দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতার মধ্যে ২০১৫ সালে এনএলডি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ফিও।

সামরিক জান্তার হাতে বন্দী সু চির বিরুদ্ধে অপরাধ এবং দুর্নীতির নানান অভিযোগ এনেছে সামরিক সরকার। এর মধ্যে দেশের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগও আছে। আর এসব মামলার রায় হলে তাঁর ১০০ বছরের বেশি সময়ের কারাদণ্ড হবে। ইতিমধ্যে তাঁর ছয় বছরের জেল হয়েছে। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহার এবং কোভিডকালীন আইন ভঙ্গের অভিযোগে এই কারাদণ্ড হয়।

পাঠকের মতামত: