কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

২০২৩ সালে হজের জন্য সৌদির সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

২০২৩ সালের হজের জন্য বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক হজ চুক্তি সই হয়েছে। আজ সোমবার জেদ্দায় স্থানীয় সময় সকাল ৯টায় এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে ৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

চুক্তি অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

পাঠকের মতামত: