কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

২০ বাংলা‌দে‌শি জেলেকে নৌকাসহ হস্তান্তর করল ভারতীয় কোস্ট গার্ড

২০ জন বাংলাদেশি জেলেসহ ‘আল্লাহর দান’ নামক একটি বাংলাদেশি মাছধরার নৌকাকে ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় প্রত্যাবাসন করেছে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু।

রবিবার (৯ জানুয়ারি) নৌকাটিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে ব‌লে জানায় ঢাকার ভারতীয় হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, ইঞ্জিন বিকল হওয়ার কারণে উল্লেখিত বোটটি সমুদ্রে ভেসে যায় এবং ভারতীয় জেলেরা সেটি দেখতে পায় বলে জানা গেছে।

ভারতীয় জেলেরা মানবিক কারণে নৌকাটিকে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং গত ২৬ ডিসেম্বর দুর্দশাগ্রস্ত নৌকাটিকে পারাদ্বীপে টেনে নিয়ে যায়। পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় ভারতীয় কোস্ট গার্ড মানবিক কারণে নৌকাটি ও এর ক্রুদের আশ্রয় দিয়েছে। ক্রুরা নিরাপদ এবং সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: