কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

৩৭ পরিবারকে আল আমিন ফাউন্ডেশনের অর্থ সহায়তা প্রদান

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ৩৭ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আল আমিন ফাউন্ডেশন।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

বক্তব্যে তিনি সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সকলকে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।

এসময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি বক্তব্যে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের
অগ্রগামী পদক্ষেপের বিকল্প নেই। আমি তরুণদের সংগঠন আল-আমিন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।”

অনুষ্ঠানে উখিয়ার ৩৭টি পরিবারের এতিম, প্রতিবন্ধী, বিধবা নারী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে দুই হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। সহায়তা পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সহায়তা পাওয়া জোসনা আক্তার জানান, ” স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি। এই সহায়তা পেয়ে উপকার হলো।”

আল-আমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার শামসুল আলম , রাজাপালং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারিতে উখিয়ার স্থানীয় তরুণদের উদ্যোগে যাত্রা শুরু করা আল-আমিন ফাউন্ডেশনের বর্তমান সদস্য ২০ জন, যারা নিজস্ব উদ্যোগে নিয়মিত পরিচালনা করে আসছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম।

পাঠকের মতামত: