কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে চলাচলের রাস্তা ফিরে পাচ্ছে এলাকাবাসী

কক্সবাজারের উখিয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল ইসলাম খানের হস্তক্ষেপে চলাচলের রাস্তা গোপাট ফিরে পেতে যাচ্ছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি চলাচলের রাস্তা গোপাট কতিপয় ব্যক্তিদের দখলে ছিল।

৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুজ্জামানের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল ইসলাম খাঁন পাগলির বিলের ঘটনাস্থলে গিয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করেন এবং বৃহত্তর লোকজনের চলাচলে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হওয়ায় আগামী ১৫ দিনের মধ্যে অবশ্যই চলাচলের উপযুক্ত করে খুলে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এ নির্দেশ অমান্য করলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এসময়  চলাচলে সুবিধা বঞ্চিত এলাকাবাসী মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের হস্তক্ষেপে চলাচলের রাস্তা গোপাট খোলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে  কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিদ্ধান্তকে স্বাগত জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ সিকদারের পিতা আলহাজ্ব মোঃ হুসাইন শিকদার, স্থানীয় মসজিদের খতিব প্রবীণ মুরব্বি মাওলানা কবির আহমদ, মসজিদ কমিটির অন্যতম  দাতা আব্দুল হাকিম,পাগলির বিল তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূর মোহাম্মদ, মনু মিয়া, আনজু মিয়া,সাজু মিয়া, আব্দুল গফুরসহ এলাকাবাসী।

উল্লেখ্য, চলাচলের  সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দা ও দৈনিক হিমছড়ি পত্রিকার সাংবাদিক বাবুল মিয়া মাহমুদের লিখিত  আবেদনের প্রেক্ষিতে উক্ত পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন।

পাঠকের মতামত: