কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রথমবারের মতো ব্যাংকে তৃতীয় লিঙ্গের ৫ জনকে নিয়োগ

দেশের বেসরকারি ব্যাংক ব্র্যাক সম্প্রতি তৃতীয় লিঙ্গের ৫ ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দিয়েছে। এছাড়া ভিন্নভাবে কর্মক্ষম আরও ৯ ব্যক্তিকে নিয়োগ দিয়েছে ব্যাংকটি। যোগ্যতা অনুযায়ী তাদের বিভিন্ন বিভাগের কাজে নিয়োজিত করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ব্র্যাক ব্যাংক পরিবারে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকের বিদ্যমান কর্মীদের সচেতন ও সংবেদনশীল হতে অনুপ্রাণিত করা হয়েছে, যাতে নতুন সদস্যরা আন্তরিক অভ্যর্থনা পান এবং কর্মস্থলে তাঁদের গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়।

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘জাতি, গোত্র, ধর্ম, লিঙ্গ পরিচয়,শারীরিক অবস্থা কোনো ব্যক্তির প্রতিভা বিকাশের পথে বাধা হওয়া উচিত নয়। তাই নতুন কর্মকর্তাদের ব্র্যাক ব্যাংক পরিবারে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ব্যাংকের বিদ্যমান কর্মীদের সংবেদনশীল হতে অনুপ্রাণিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্ত করতে সচেতনতা তৈরি করবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘সমাজে প্রচলিত ধারণা ও সামাজিক বাধা দূর করতে এবং সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে কাউকে না কাউকে অবশ্যই এগিয়ে আসতে হয়। ট্রান্সজেন্ডার ও ভিন্নভাবে কর্মক্ষমদের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার আলো দিয়েছে, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

পাঠকের মতামত: