কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রান্তিক

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৫ রোহিঙ্গা পরিবারকে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি।

গত ১৭ জানুয়ারি মধ্যরাতে ৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অগ্নিকান্ডে পুড়ে যায় সহায়তাপ্রাপ্ত রোহিঙ্গা পরিবারগুলোর বসত ঘর।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ৫নং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের হলরুমে তাদের তোষক,বালিশ, পোশাক, রান্নাঘরের আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ইনচার্জ এস এম ইশতিয়াক শাহরিয়ার। তিনি বলেন, ” যেকোনো দুর্যোগকালীন সময়ে প্রান্তিকের তড়িৎ পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য, আশা করছি ভবিষ্যৎতেও তারা মানবিক প্রয়োজনে তাদের চলমান কর্মতৎপরতা অব্যাহত রাখবে।”

সহায়তা পেয়ে খুশি রোহিঙ্গা নারী মরিয়ম বিবি (৬৫) বলেন , ” হঠাৎ আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। এই জিনিসগুলো প্রয়োজন ছিলো, এখন পেয়েছি খুব ভালো লাগছে। ”

প্রান্তিকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনিমেষ বিশ্বাস অটল, মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার ইফতিয়াজ নুর নিশান, শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাহাবউদ্দিন সহ প্রান্তিকের কর্মকর্তা-কর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: