কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

মধ্য মাঘে শীতের তীব্রতা; উত্তরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

 

উত্তরের জনপদে মধ্য মাঘে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরের তুলনায় তিস্তার চর এলাকায় শীতের প্রকোপ আরও বেশি। শীতে জবুথবু জনজীবনে আরও বেশি আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে ঠাণ্ডাজনিত নানা উপসর্গ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রংপুর জেলায় গত এক মাসে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু-বৃদ্ধসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।

জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীরা কেউ বাড়ির বাইরে আসছেন না। তবে বিপাকে পড়েছেন দিনমজুররা। নিতান্ত পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। তীব্র শীতে কাজেরও সঙ্কট দেখা দিয়েছে। উত্তরের জেলাগুলোতে সরকারি, বেসরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় ‘অপ্রতুল’ বলেও দাবি করছেন কেউ কেউ। তবে প্রশাসনিক কর্তাব্যক্তিরা বলেছেন, সরকারের ত্রাণ ভাণ্ডার থেকে আসা শীতবস্ত্র পর্যাপ্ত রয়েছে। ব্যক্তি উদ্যোগেও অনেকে এগিয়ে আসছেন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে, ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার। এ বছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৮ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস।

রাজারহাটের কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অর্ধেক কমে শুক্রবার সকাল ৯টায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তিনি আরও বলেন, উত্তর দিক থেকে ধেয়ে আসছে হিমেল হাওয়া। এই হাওয়া আসার গতিবেগ বেড়ে যাওয়ায় আকাশে এখন মেঘ নেই। ভোরের দিকে একটু হালকা কুয়াশা পড়লেও সকাল হতে না হতেই রোদের দেখা মিলেছে। তারপরও ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। আগামী আরও দু-তিনদিন মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

পাঠকের মতামত: