কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

পরে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন...

ইয়াবা সেবনকালে উখিয়ার কাজী হারুনের ছেলেসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা কাম্পে ইয়াবা সেবনকালে উখিয়ার কাজী হারুনের পত্র মাহমুদ ও তার সহযোগী চাতু বড়ুয়াকে আটক করেছে ১৪-এপিবিএন পুলিশের সদস্যরা।

বুধবার (৬ এপ্রিল) সকালে কুতুপালং রেজিস্টার্ড কাম্পের এ-ব্লকের ২৭-শেড’র ৫-রুম থেকে ইয়াবা সেবনকালে তাদের আটক করা হয়৷

আটককৃতরা হলেন, উখিয়ার কাজী আবু হারুনের পুত্র মাহমুদ (৩০) এবং নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম এলাকার মিলন বড়ুয়ার পুত্র চাতুন বড়ুয়া(৩৫)৷

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন) অধিনায়ক নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুতুপালং রেজিট্রার্ড ক্যাম্পে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়৷ এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় দুইজন সন্দেহজনক লোককে ধাওয়া দিয়ে আটক করা হয়। এদেরকে সিআইসি কার্যালয়ে হাজির করে মুচলেকা গ্রহণ পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আটককৃত মাহমুদ কাজী হারুনের ছেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের কাজী পদে অধিষ্ঠিত হতে রাজাপালং ইউনিয়ন থেকে ভোটার স্থানান্তরিত করে তদবির চালিয়ে যাচ্ছিল।

পাঠকের মতামত: