কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পের সালমান শাহ ডাকাত গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি এবং মোহাম্মদ কাছিম।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: