কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপণের মাধ্যমে ইউএনডিপি’র সহযোগিতায় এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ(একলাব) উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

রোববার (৫ জুন) সকালে উখিয়া আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকআলমগীর কবীরের সভাপতিত্বে সঞ্চালনায় করেন একলাব কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ৷

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য রোকসানা আক্তার, উখিয়া সদর বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, একলাব কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিভিন্ন এনজিও কর্মকর্তা, স্কুল ছাত্রছাত্রী, অবিভাবক, শিক্ষাক প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংবাদিক সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা জরুরী। আমাদের সকল কাজ এমনভাবে করতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়।”

পাঠকের মতামত: