কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

হজযাত্রার পঞ্চমদিনে জেদ্দা গেলেন ৪০৯ জন

হজযাত্রার পঞ্চমদিনে সরকারি ব্যবস্থাপনায় ৪০৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩০০৫ ফ্লাইট।

বৃহস্পতিবার সকাল ৯টায় ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন হজ অফিসের পরিচালক যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আজ বিমানের পঞ্চম হজ ফ্লাইট (বিজি ৩০০৫) গেলো। এ পর্যন্ত যারা হজে গেছেন, কোনো ধরনের সমস্যা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে বেসরকারিভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় কোনো ভিসা জটিলতা এখনো দেখা দেয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন।

পাঠকের মতামত: