কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরছে জেলেরা

শাহেদ হোছাইন মুবিন :

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু হয়েছে। শনিবার দিবাগত রাতে যাত্রা শুরু করলেও মাত্র কয়েকঘন্টার মধ্যেই ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসে কয়েকটি ট্রলার। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে জেলে, শ্রমিক ও বেপারিদের মাঝে।

নিষেধাজ্ঞায় নিষ্প্রাণ মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাছ ক্রয়-বিক্রয়ে আবার সরগরম হয়ে উঠেছে। ভোর ৭টা থেকে ট্রলার ও নৌকাযোগে শুরু হয় ইলিশ আমদানি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারাও আসতে থাকে।

জেলেরাও এতো দিনের সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

সেইসাথে মৎস্য ব্যবসায়ি ও মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরাও বলছেন তাদের আয়ের উৎস আবার ফিরে এসেছে।

এদিকে দুই এক দিন যাওয়ার পর অবতরণ কেন্দ্রের কর্মব্যস্ততা বাড়ার পাশাপাশি কমতে শুরু করবে মাছের দামও, এমনটাই বলছেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত: