কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইতালিতে একদিনে আরও ৭৪৩ মৃত্যু, মোট ৬৮২০ জন

নভেল করোনাভাইরাসে মঙ্গলবার ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও দেশটিতে মৃত্যুর ঘটনা ছিল ৬০১টি। এ পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ৮২০ জন মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৯। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন।

ইউরোপের দেশটিতে এখনও চিকিৎসাধীন ৫৪ হাজার ৩০ জন। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৩ হাজার ৩৯৩ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন।

এমন ভয়াবহ পরিস্থিতিতে জনগণকে বুকে সাহস রাখার আহ্বান জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোঁৎ। এছাড়া, প্রশাসনের আরও নজরদারি বাড়ানো হয়েছে দেশটিতে। সবচেয়ে বেশি সংক্রমিত অঞ্চল লোম্বার্ডিতে সেনা মোতায়েন করা হয়েছে।

রোমের মেয়র রাজ্জি বলেছেন, করোনা সংকটে আমাদের অত্যন্ত কঠিন সময় যাচ্ছে। পরিস্থি নিয়ন্ত্রণে চলাফেরা কিছুটা সীমিত করা হয়েছে। ইতোমধ্যেই সংকট কাটাতে কিছু মাস্ক আমাদের হাতে এসে পৌঁছেছে। খুব শিগগিরই আরও দেড় লাখ মাস্ক আসবে।

পাঠকের মতামত: