কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ছুটি বাড়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে গণভবন থেকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী চলমান সাধারণ ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দেন।

ইতোপূর্বে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস আদালত ১০ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই সাধারণ ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হতে পারে।

পাঠকের মতামত: