কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

এস‌আই সিদ্ধার্থ সাহা’কে প্লাজমা দিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্মকর্তা

প্লাজমা থেরাপি দেয়ার পর এস‌আই সিদ্ধার্থ সাহা অনেকটাই সুস্থ হয়েছেন। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। তার শ্বাসকষ্ট এবং কাশি প্রায় নেই বললেই চলে। পরম করুনাময়ের দয়া এবং সকলের আশির্বাদ সহ নারায়ণগঞ্জ জেলার এস‌আই মোঃ রফিউদ্দৌলা এর প্লাজমা প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন। সকলের ভালোবাসায় তিনি আমাদের মাঝে দ্রুত ফিরে আসবেন এ কামনা সকলের।

উল্লেখ্য এস‌আই সিদ্ধার্থ সাহা কক্সবাজার জেলার ইনানী ফাড়ির আইসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় করোনা আক্রান্ত হন। কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার এস‌আই মোঃ রফিউদ্দৌলা পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে প্লাজমা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্লাজমা ব্যাংকের সহায়তায় করোনা মুক্ত পুলিশ সদস্যদেরকে প্লাজমা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সে অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্লাজমা ব্যাংকের প্রথম সফলতা এটি।

পাঠকের মতামত: