কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

টেকনাফে গাঁজা ও বুলেট উদ্ধার; আটক ১

কক্সসবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ও শালবাগান ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটক হলেন হ্নীলা ইউপি জাদিমোড়া শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/৪ বাসিন্দা নুর হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৭)।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ২৬ নম্বর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যের একটিদল ক্যাম্পের ব্লক-ডি/৪ এ তিন রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ দেলোয়ার নামে এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

অপরদিকে শুক্রবার ভোররাতে নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্পের এপিবিএন সদস্যরা মাদক, অস্ত্র, সন্ত্রাসী আটক অভিযান পরিচালনাকালে। অভিযান চলাকালীন ক্যাম্পের আই ব্লকের জিন্না টেইলার্স দোকানের সামনে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার গুলি ও গাঁজাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: